শুভ সকাল। আজ ১৫ জুন, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এর পর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন। যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তাঁর ছিল না; শর্ত শিথিল করে তাঁকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।
বিস্তারিত পড়ুন...
হাটভর্তি মানুষ। একপক্ষ গরু দেখছে, দরাদরি করছে, আরেক পক্ষ গরুর পরিচর্যায় ব্যস্ত। ব্যাপারীদের কেউ কেউ আবার দুপুরের খাবার রান্নায় মশগুল। এত ব্যস্ত বাজারে চোখ চলে গেল এক নারীর দিকে। তিনিও গরু বিক্রেতা। পরম মমতায় লালন-পালন করা গরুগুলোকে কখনো খাওয়াচ্ছিলেন, কখনো গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন।
বিস্তারিত পড়ুন...
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৮২ হাজারের কিছু বেশি। এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৩ লাখ ৪১ হাজারের বেশি শিক্ষার্থী পাস করতে পারেনি।
বিস্তারিত পড়ুন...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেশি বয়সকে (৮১) নির্বাচনী প্রচারের প্রধান বিষয়বস্তু করেছেন তাঁর চেয়ে তিন বছরের ছোট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ১৪ জুন ট্রাম্প তাঁর ৭৮তম জন্মদিন উদ্যাপন করছেন। এর আগে নিজেকে বাইডেনের চেয়ে শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরতে ট্রাম্প অনেক সময় তাঁকে বেসামাল বলে মন্তব্য করেছেন।
বিস্তারিত পড়ুন ...
সোনালি দিনের সাড়াজাগানো চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত ২০ এপ্রিল ভারতের কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। আশি-নব্বইয়ের দশকে বড় পর্দায় ঝড় তুলতেন মায়াবী চোখের সুনেত্রা। সুপারহিট বহু সিনেমার নায়িকা তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
বিস্তারিত পড়ুন...