নুরজাহান গ্রুপের চেয়ার‍ম্যানের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় নুরজাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমদকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ রায় দেন। আদালত একই সঙ্গে আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আসামি জহির আহমদ পলাতক। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

জহির আহমদ নুরজাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স জাসমির সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জাসমির সুপার অয়েলের কারখানা পরিদর্শন করে ভিটামিন ‘এ’ পায়নি বিএসটিআই। সরকারি আইন অমান্য করে সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন না করে ফর্টিফাইড পাম অলিন বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অভিযোগে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মামলা হয়।

বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে মামলাটি করেন। গত ১২ জুন এই মামলায় জহির আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে এই রায় দেওয়া হয়।