বাংলাদেশ-ভারত নিয়ে করা এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র চায়, সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।
গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ—উভয়ই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনায় বিষয়ে, বাংলাদেশের প্রতি ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তৃতা-বিবৃতি নিয়ে মুখপাত্রের কোনো মন্তব্য আছে কি?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘তো দেখুন, আমরা দেখতে চাই, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।’
বাংলাদেশে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক একধরনের টানাপোড়েন আর উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। দুই নিকট প্রতিবেশী দেশের আস্থা আর বোঝাপড়ার সংকটের এমন প্রেক্ষাপটে ঢাকায় গত সোমবার অনুষ্ঠিত হয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। দুই দেশের পররাষ্ট্রসচিবদের সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের নভেম্বরে, দিল্লিতে।
চলতি মাসের শুরুর দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয়। তবে আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।