সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ জুন, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সুপার এইটের খুব কাছে বাংলাদেশ

৬৪ রান করার পথে সাকিব আল হাসান
বিসিবি

সুপার এইট এখন আর দূরের কোনো স্বপ্ন নয়, বরং খুবই কাছে। ১৬ জুন (বাংলাদেশে ১৭ জুন) নেপালের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত যে পারফরম্যান্স, তাতে ওই ম্যাচে জয়টা নিছক আনুষ্ঠানিকতা বলে ফেলায় কোনো বাড়াবাড়ি দেখছি না। বিস্তারিত পড়ুন...

মিরনজিল্লা কলোনির হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের আপাতত উচ্ছেদ নয়

হাইকোর্ট ভবন

পুরান ঢাকার আগাসাদেক সড়কের পাশের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদপ্রক্রিয়ার ওপর ৩০ দিনের স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

দুর্নীতির বিরুদ্ধে বেনজীরের সেই সব বক্তব্য এবং তারপর...

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ

২০১৯ সালের ৩১ ডিসেম্বর বেনজীর আহমেদ র‌্যাবের মহাপরিচালক থাকার সময় বলেছিলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আপস নেই। ওরা (দুর্নীতিবাজ ও জঙ্গি) বিদায় হবে। আমরা থাকব।’ বেনজীর আহমেদ সপরিবার বিদেশে চলে গেছেন।
বিস্তারিত পড়ুন...

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা, মস্কো এক্সচেঞ্জে ডলার–ইউরো বেচাকেনা বন্ধ

প্রতীকী ছবি

ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রাবাজার মস্কো এক্সচেঞ্জ। যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করার এক দিন পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে সর্বশেষ এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...

টিম ম্যানেজমেন্টকে মধুর বিড়ম্বনায় ফেলছেন তানজিম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ বোলিং করেন তানজিম

হালকা-পাতলা শরীর। তেমন দীর্ঘদেহীও নন, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। দেখে মনেই হবে না তিনি জাতীয় দলের ক্রিকেটার, তা-ও আবার পেসার! তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেনের মতো দীর্ঘদেহী পেসারদের ভিড়ে তাঁকে খুঁজে পাওয়াই কঠিন। দীর্ঘদেহী পেসারদের সারিতে তিনি যেন এক ব্যতিক্রম। বিস্তারিত পড়ুন...