শুরু হয়ে গেছে বেড়াতে যাওয়ার মৌসুম। এই সময়ে অনেকেই একা বা দলেবলে ভ্রমণের পরিকল্পনা করেন। সে ক্ষেত্রে দরকার হয় নানা ধরনের প্রস্তুতি। কোথায় যাব, কীভাবে যাব, কোথায় থাকব, কী খাব—এসব বিষয় নিয়ে থাকে নানা ভাবনা।
ভ্রমণপ্রেমীদের জন্য এক প্ল্যাটফর্মেই প্রয়োজনীয় সব তথ্য নিয়ে প্রথম আলো ডটকমের আয়োজনে আজ শুরু হয়েছে অনলাইন ট্যুরিজম মেলা ২০২৪। যেখানে রয়েছে ভ্রমণসংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর নানা তথ্য ও অফার। ১০ দিনব্যাপী অনলাইন ট্যুরিজম মেলা চলবে ৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
ট্যুরিজম মেলার টাইটেল স্পনসর ‘রুচি’, ব্যাংক পার্টনার ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) এবং কো-স্পনসর ফ্লাইট এক্সপার্ট।
পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড, ছুটি রিসোর্ট লিমিটেড, গোযায়ান, সহজ ডটকম, গাড়িবুক, ট্রিপনেস্ট লিমিটেড, আইটিএস হলিডেজ লিমিটেড, রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ, চলঘুরি লিমিটেড, এমঅ্যান্ডএন হলিডেজ, কসমস হলিডে, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, ইউএস–বাংলা এয়ারলাইনস ও হলিডে ইন।
কমিউনিটি পার্টনার হিসেবে আছে ট্রাভেল বিডি, ভ্রমণকন্যা ও গো গার্লস।
অনলাইন ট্যুরিজম মেলায় রয়েছে ভ্রমণবিষয়ক নানা ধরনের ফিচার, দেশ-বিদেশের জনপ্রিয় ভ্রমণ-স্থানগুলোর পরিচিতি, ভ্রমণের নানা পরামর্শমূলক ভিডিও, তারকাদের রিভিউ ভিডিও, বিভিন্ন হোটেল ও রিসোর্টের খুঁটিনাটিসহ নানা তথ্য।
মেলা চলাকালে ওয়েবসাইটেই জনমত জরিপে অংশ নিয়ে পাঠক-দর্শকেরা ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন বাংলাদেশের সেরা ট্যুরিস্ট স্পট।
এ ছাড়া রয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘ভ্রমণজান্তা’। মেলা চলাকালে কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন করে বিজয়ী এবং ১০ জন মেগা বিজয়ী নির্বাচিত হবেন।
প্রতিদিনের বিজয়ীদের মধ্যে পাঁচজন পাবেন হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে কাপল ডিনারের সুযোগ এবং পাঁচজন পাবেন হোটেল হলিডে ইনে কাপল ডিনারের সুযোগ।
মেগা বিজয়ীদের মধ্যে পাঁচজন পাবেন হোটেল রামাদায় সকালের নাশতাসহ এক রাত থাকার সুযোগ। পাঁচজন পাবেন ইউএস–বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tourismmela.pro.