মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জুনাঈদ হুসাইন নামের ওই নেতাকে অব্যাহতির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় বাংলা বিভাগ ছাত্রলীগের সহসভাপতি জুনাঈদ হুসাইনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশও করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট একই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়। তাঁরা হলেন হিসাববিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ইশা, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ সহসভাপতি জারিফ তাজওয়ার, ছাত্রলীগ কর্মী চারুকলা বিভাগের মাসুম বিল্লা ও শফিকুল ইসলাম, বাংলা বিভাগের আফিয়া আক্তার এবং দর্শন বিভাগের হাসান ইসলাম।