হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনে ইইউকে পাশে থাকতে হবে: এইচআরডব্লিউ

বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার এইচআরডব্লিউর নিয়মিত ব্রিফিংয়ে এমন আহ্বান জানান সংস্থাটির ইউরোপিয়ান গণমাধ্যম ও সম্পাদকীয় নীতিবিষয়ক পরিচালক অ্যান্ড্রু স্ট্রেয়েলাইন।

এইচআরডব্লিউর এই কর্মকর্তা বলেন, কর্তৃত্ববাদী শাসনের পতনের পর বাংলাদেশের সামনে এখন গণতান্ত্রিক পরিবর্তন ও মানবাধিকারকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এই পরিবর্তনের পথে ন্যায়বিচার ও জবাবদিহির প্রতি সমর্থন জানিয়ে সহায়তা করতে পারে ইইউ। একই সঙ্গে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত র‍্যাবকে ভেঙে দিতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাতে পারে।