অভিন্ন নদী তিস্তার পানি প্রত্যাহারে ভারতের নতুন করে খাল খনন বিষয়ে কূটনৈতিক চিঠি (নোট ভারবাল) দিয়ে জানতে চেয়েছে বাংলাদেশ। আজ রোববার বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিস্তা থেকে পানি প্রত্যাহারের জন্য নতুন দুটি খাল খননের প্রকল্পে জমি বরাদ্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। গত বৃহস্পতিবার পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, যৌথ নদী কমিশনের মাধ্যমে ভারতের কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি জানতে চাওয়া হবে।
তিস্তার বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে কি না, তা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘চিঠি পানিসম্পদ মন্ত্রণালয় থেকে লিখবে। তারা চিঠি পাঠিয়েছে কি না, তা আমি জানি না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নোট ভারবালের মাধ্যমে তথ্য জানতে চেয়েছি।’
নোট ভারবালে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে কি না, প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, এটা হয়তো তাদের অনেক দিন আগেরই প্ল্যান, তবে এখনো কিছু তো হয়নি।