বাংলাদেশের ফ্যাশন জগতে আভিজাত্য এবং বিলাসিতার প্রতীক সাভ্ভাতা বাই রিফাহ গত ৬ ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের ব্র্যান্ড লঞ্চ করেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ডটির যাত্রা শুরুর কথা জানানো হয়।
ব্র্যান্ডটি বিশেষভাবে বিলাসবহুল ব্রাইডাল লেহেঙ্গা, গাউন, শারারা, কামিজ, শাড়ি, ফিউশন ওয়্যার, শেরওয়ানি, পাঞ্জাবি এবং ইন্ডো সেটের মতো পোশাকে ফোকাস করেছে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার রিফাহ তাসনিয়া স্বর্ণা বলেন, ‘আমরা কোয়ালিটি, কমফোর্ট এবং হসপিটালিটির উপর জোর দিয়ে প্রতিটি পোশাকে একটি বিশেষ গল্প বুনতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি ব্র্যান্ড তৈরি করা যা বিশ্বমানের ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের রুচি ও আভিজাত্যের স্বপ্ন পূরণ করে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির ও তার সহধর্মিণী দিশা ইসলাম, ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নরুল আলম রেজভী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে আছে ৭ দিনের স্পেশাল ডিসকাউন্ট অফার। বিজ্ঞপ্তি