আদালত
আদালত

পুলিশের সহকারী মহাপরিদর্শক মহিউদ্দিন ফারুকী দুই দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা যোবায়ের ওমর খান হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সহকারী মহাপরিদর্শক মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার বিকেলে এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শিহাব আল মামুন।

এসআই শিহাব জানান, যোবায়ের ওমর খান হত্যা মামলায় পুলিশ মহিউদ্দিন ফারুকীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। তাতে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যোবায়েরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে আসামি মহিউদ্দিন ফারুকের জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা জরুরি। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাঁর জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ আদালতকে জানিয়েছে, গতকাল মঙ্গলবার মহিউদ্দিন ফারুকীকে রাঙামাটির বেতবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।