সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার সারা দিন প্রথম আলো অনলাইনের শীর্ষ কয়েকটি খবর তুলে ধরার জন্য এ আয়োজন। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপনির্বাচনে সরাইলে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে ভোটার ছাড়াও অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে। ১ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া।

১. দিনের ভোট, রাতের ভোট, পকেটে ভোট, ‘ছিনতাই হয়’ হিরো আলমের ভোট

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ভোটের ফল ছিনতাইয়ের অভিযোগ করেছেন। বছর চারেক আগে নতুন একটা বিষয়ের সঙ্গে দেশের মানুষ পরিচিত হয়েছে, সেটি হচ্ছে ‘রাতের ভোট’। গত মঙ্গলবার জাতীয় সংসদে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ বলেছেন, তাঁর পকেটেই আহলে হাদিসের দুই কোটি ভোট আছে। এই ‘ফল ছিনতাই’, ‘রাতের ভোট’ ও ‘পকেটের ভোট’ নিয়েই বিশ্লেষণ। বিস্তারিত পড়ুন:

২. ভোট চুরি হয়নি, লজ্জাজনকভাবে ফল চুরি হয়েছে

হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী ছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে ৮৩৪ ভোটে হেরেছেন তিনি। সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছেন, বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ফল কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন:

৩. রান্নার গ্যাসের দাম একলাফে ২৬৬ টাকা বাড়ল

এলপিজি

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একলাফে ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসির পক্ষ থেকে নতুন দর জানানো হয়। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা। বিস্তারিত পড়ুন:

আবু আসিফ আহমেদ

৪. ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের নিখোঁজ প্রার্থী আসিফের খোঁজ মিলেছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ মিলেছে। আবু আসিফের স্ত্রী মেহেরুননিছা মেহরীনের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেছেন

৫. বিমানবন্দর থেকে কমলাপুর সাড়ে ২৪ মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। বিস্তারিত পড়ুন:

চরম অর্থনৈতিক সংকটের জেরে পাকিস্তানে বেকারত্ব ক্রমেই বাড়ছে

৬.  কাজ নেই, দলে দলে পাকিস্তান ছাড়ছেন শিক্ষিত তরুণেরা

পাকিস্তানের আরও অনেক তরুণ একে একে দেশ ছাড়তে শুরু করেছেন। এ ধারাবাহিকতায় গত বছর আট লাখের বেশি তরুণ চাকরির সন্ধানে পাকিস্তান ছেড়েছেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক ব্যুরো। বিস্তারিত পড়ুন:

প্রথম আলো ফাইল ছবি

৭. এক মাসের রপ্তানি আয় আবারও ৫০০ কোটি ডলার ছাড়াল

সংকটের মধ্যেও পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। গত জানুয়ারি মাসে ৫১৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৮৯ শতাংশ বেশি। বিস্তারিত পড়ুন:

গৌতম আদানি

৮. এফপিও বিক্রি বন্ধের কারণ হিসেবে যা বলল আদানি গোষ্ঠী

নাটকীয়ভাবে দ্বিতীয় দফার শেয়ার (এফপিও) বিক্রি থেকে পিছিয়ে এল আদানি গোষ্ঠী। বুধবার রাতে এক বিবৃতি জারি করে আদানি গোষ্ঠী জানাল, অনিশ্চিত বাজারে এখনই তারা আর এফপিও নিয়ে এগোবে না। যাঁরা এই এফপিওতে লগ্নি করেছেন, তাঁদের সব টাকা ফিরিয়ে দেওয়া হবে। বিস্তারিত পড়ুন:

যখন মাশরাফি ছিলেন অধিনায়ক, হাথুরুসিংহে কোচ

৯. মাশরাফির প্রশ্ন—ড্রেসিংরুমে স্বস্তি পাবেন তো হাথুরুসিংহে?

২০১৭ সালে চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকার সময়ই টি-টোয়েন্টি থেকে অবসর নিতে হয় তাঁকে। সেই সিদ্ধান্তে কি হাথুরুসিংহের হাত ছিল? মাশরাফি বিন মুর্তজা রহস্য রেখে দেন। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কথা বলেছেন হাথুরুসিংহের ‘দ্বিতীয় ইনিংসের’ চ্যালেঞ্জ আর সম্ভাবনা নিয়েও। বিস্তারিত পড়ুন:

গত সপ্তাহে মালতিসহ এই দম্পতির প্রকাশ করা ছবিতে লাভ ইমোজি দিয়ে লুকিয়ে রেখেছিল মেয়ের চেহারা

১০. কার মতো দেখতে প্রিয়াঙ্কা-নিকের মেয়ে

গত বছরের শুরুর দিকে সারোগেসি পদ্ধতিতে মেয়ের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। মেয়ের নাম রেখেছেন মালতী মেরি। এক বছর ধরে বিভিন্ন সময় মালতীর বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছিল। এমনকি কিছুদিন আগেও মেয়েকে নিয়ে ফটোশুট করেছিলেন তিনি। কিন্তু মালতীর চেহারা কখনো প্রকাশ্যে আসেনি। অবশেষে দেখে গেল মালতী মেরির চেহারা। বিস্তারিত পড়ুন: