ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও পার্শ্ববর্তী শামসুন নাহার হলের দেয়াল থেকে বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের দেয়াললিখন মুছে দেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দেয়াললিখন মুছে দেওয়ার জন্য ছাত্রলীগকে অভিযুক্ত করা হয়েছে। ছাত্রলীগ বলছে, এ বিষয়ে তাদের কিছু জানা নেই।
আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, টিএসসি ও শামসুন নাহার হলের দেয়ালে ছাত্র ইউনিয়নসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দেয়াললিখন নেই। পুরোনো দেয়াললিখনগুলো সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেখানে এখনো নতুন করে কিছু লেখা হয়নি। তবে পার্শ্ববর্তী রোকেয়া হল থেকে উপাচার্য ভবনের দেয়াল পর্যন্ত ছাত্রলীগের দীর্ঘ দেয়াললিখনগুলো আগের মতোই আছে।
ছাত্র ইউনিয়নের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টিএসসি ও শামসুন নাহার হলের দেয়াল থেকে তাদের দেয়াললিখন মুছে দেওয়া হয়।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য শিমুল কুম্ভকার প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ, কর্মসূচি বা উপলক্ষ থাকলে অথবা বিশেষ সময়ে বিশেষ দাবি নিয়ে কোনো ছাত্রসংগঠন নতুন দেয়াললিখন করে থাকে। এ জন্য পুরোনো দেয়াললিখন মুছতে হয়। কিন্তু কেউ কারও পুরোনো দেয়াললিখন মোছার আগে সেই ছাত্রসংগঠনকে বিষয়টি জানায়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে একটি শিষ্টাচার ও সংস্কৃতি হিসেবে প্রচলিত ছিল। কিন্তু এই চর্চাটা ছাত্রলীগ বন্ধ করে দিয়েছে। ছাত্র ইউনিয়নের নাম ক্যাম্পাস থেকে মুছে ফেলতে চায় ছাত্রলীগ। এটা একধরনের রাজনৈতিক সন্ত্রাস।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ছাত্র ইউনিয়নের দেয়াললিখন কে বা কারা মুছে দিয়েছে, তা তাঁর জানা নেই। সাদা রং দেওয়া দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা আছে কি না, সেই প্রশ্নও রাখেন তিনি৷
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, দেয়াললিখনের বিষয়ে কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে তিনি জানার চেষ্টা করবেন কারা দেয়াললিখন মুছেছে, কারা করতে দিতে চাইছে না।
ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের মধ্যে উত্তেজনার শুরু সম্প্রতি রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি রাখা নিয়ে। মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের উদ্বোধন সামনে রেখে গত মাসের শেষ দিকে সেটি রাখা হয়। এতে রাজু ভাস্কর্য আড়ালে চলে যাওয়ায় ছাত্রলীগের প্রতি সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ছাত্র ইউনিয়ন। তবে ছাত্রলীগ সাড়া দেয়নি।
এর মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে ক্যাম্পাসে মশাল মিছিল হয়। পরে সমাবেশ করতে রাজু ভাস্কর্যের সামনে এলে তাঁদের কয়েকজন ওই প্রতিকৃতি ভাঙচুর করেন। এর পরপরই তাঁদের ওপর ছাত্রলীগ হামলা চালালে ৮-১০ জন আহত হন। পরে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয় ছাত্রলীগ।
ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন তাঁরা।
মঙ্গলবারের ঘটনার জেরে বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ চার নেতাকে পেটায় ছাত্রলীগ। এরপর গতকাল রাতে দেয়াললিখন মুছে দেওয়ার ঘটনা ঘটল।