লেখক ও শিল্পীদের নিয়ে প্রাণখোলা আড্ডা জমেছিল প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে। আয়োজন করেছিল ‘প্র প্রকাশন’
লেখক ও শিল্পীদের নিয়ে প্রাণখোলা আড্ডা জমেছিল প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে। আয়োজন করেছিল ‘প্র প্রকাশন’

প্র প্রকাশনের প্রীতি আড্ডা

তরুণ পাঠকদের পড়ার আনন্দ বাড়াতে দিতে হবে বৈচিত্র্যময় বই

কিশোর-তরুণ পাঠকদের পড়ার আনন্দ আরও বাড়িয়ে তুলতে বৈচিত্র্যময় রচনাসম্ভার উপহার দেওয়ার কথা বললেন দেশের তরুণ প্রজন্মের লেখকেরা। আজ বুধবার বিকেলে তরুণদের জন্য লেখালেখি করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন এবং সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন, তেমন লেখক ও শিল্পীদের নিয়ে প্রাণখোলা আড্ডা জমেছিল প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে। আয়োজন করেছিল ‘প্র প্রকাশন’।

প্রথমা প্রকাশনের সহযোগী হিসেবে প্র প্রকাশন আত্মপ্রকাশ করেছে ২০২৩ সালের অমর একুশে বইমেলায়। প্র প্রকাশন মূলত কিশোর-তরুণদের জন্য সৃজনশীল সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনি, অভিযান, অনুবাদসহ বিভিন্ন বিষয়ের বই প্রকাশ করে থাকে। তরুণ প্রজন্মের পাঠকদের কাছে আরও ভালো বই তুলে দেওয়ার প্রয়াস থেকেই লেখক ও শিল্পীদের নিয়ে এ আড্ডার আয়োজন করা হয়েছিল।

বিশ্বসাহিত্যে কিশোর উপন্যাস ও আমাদের কিশোর সাহিত্য নিয়ে আলোচনার সূত্রপাত করেছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরিফ। তিনি বলেন, জীবনের শুরুর দিকে বই পড়ার আনন্দ পেলে সেটা থেকে যায়। নতুন প্রজন্মের পাঠকেরা গল্প পছন্দ করে। তাদের হাতে এমন বই তুলে দিতে হবে, যেখানে জীবনের ছবি আছে, সরস–সুন্দর একটি গল্প আছে।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাশিল্পী আনিসুল হক বলেন, ‘ভালো বইয়ের সংকট আছে। কিন্তু যেসব ভালো বই প্রকাশিত হয়, সেগুলোও কিশোর–তরুণদের হাতে আমরা তুলে দিতে পারছি না। এর ফলে তাদের আগ্রহী করতে পারছি না।’ ভালো বইটি যেন তাদের হাতে পৌঁছায়, সেই ব্যবস্থা করার ওপরে তিনি জোর দেন।

প্রকাশনা নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক আখতার হুসেন। তিনি কিশোরদের বইগুলোতে আকর্ষণীয় প্রচ্ছদ ও অলংকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

লেখকদের মধ্যে বাদল সৈয়দ তাঁর লেখার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রতিটি বই লেখার আগে সেই বিষয়ে গভীর অধ্যয়ন করেন তিনি। লেখাটিকে ভালো করে তোলার জন্য আবেগ, আন্তরিকতা আর চেষ্টা তো থাকেই।

প্র প্রকাশন মূলত কিশোর-তরুণদের জন্য সৃজনশীল সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনি, অভিযান, অনুবাদসহ বিভিন্ন বিষয়ের বই প্রকাশ করে থাকে।

কিযী তাহ্‌নীন বলেন, নিজেকে খোঁজার জন্যই তিনি লিখে থাকেন। বয়স্ক পাঠকদের চেয়ে অল্পবয়সী পাঠকদের জন্য লেখা বরং বেশি কঠিন।

দীপু মাহমুদ কিশোর–তরুণদের মনস্তত্ত্বকে উপলব্ধি করে সেই উপলব্ধি থেকেই তাদের উপযোগী করে লেখার কথা বলেন।

মোস্তাক শরীফ বলেন, তরুণ প্রজন্মের জন্য ভালো বই উপহার দেওয়ার জন্য লেখক-শিল্পীদের নিয়ে প্র প্রকাশনের এই আড্ডা লেখকদের ভালো লিখতে অনুপ্রাণিত করবে।

কথা বলছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

আলোচনায় আরও অংশ নেন পলাশ মাহবুব, মাইনুল হক সিরাজী, শিল্পী আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন তানভীর আলম, ডিউক জন, ইশতিয়াক আহমেদ, খায়রুল বাবুই, দন্ত্যস রওশন, জুবায়ের ইবনে কামাল, রবিউল কমল, আবুল বাশার ও রাসেল রায়হান। শিল্পীদের মধ্যে ছিলেন আইয়ুব আল আমিন, রুবেল আহমদ, রজত, রাজীব কুমার রায়, আরাফাত করিম ও এস এম রাকিব। আড্ডার সঞ্চালনা করেন  প্র প্রকাশনের সমন্বয়ক কথাশিল্পী সুমন্ত আসলাম।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথমা প্রকাশন রাজনীতি, গবেষণা,অনুসন্ধান—এসব নানা ধরনের বই প্রকাশ করে একটি নিজস্ব প্রকাশনার ধারা সৃষ্টি করেছে। তরুণ পাঠকদের রুচি গঠন ও পাঠে আগ্রহী করতে আলাদা করে বই প্রকাশের জন্য প্র প্রকাশন করা হয়েছে। লেখকেরা সহায়তা করলে প্র প্রকাশন তরুণ প্রজন্মের হাতে ভালো বই তুলে দিতে পারবে। এ জন্য তিনি লেখদের সহায়তা করার আহ্বান জানান।