বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত নিতে ওয়েবসাইট চালু করা হয়েছে। এ ছাড়া সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে কমিশনের ই–মেইল ও ঠিকানায় আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পাঠানো যাবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
কমিশনের সচিব মোহাম্মদ ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটির ঠিকানা: www.jrc.gov.bd। ওয়েবসাইটে বিভিন্ন জনগোষ্ঠী বা অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রযোজ্য প্রশ্নমালা পূরণ করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মতামতের জন্য কমিশন সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের অনুরোধ জানিয়েছে। এ ছাড়া বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারও সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে, তা ওই সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করেছে কমিশন। প্রস্তাবের সফট কপি কমিশনের ই–মেইলে (Bangladeshjrc@gmail.com; info@jrc.gov.bd) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) পাঠানো যাবে।
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ নামে আট সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে গত ৩ অক্টোবর। কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে। অপর সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সাবেক জেলা ও দায়রা জজ সাইয়েদ আমিনুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেইন শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও শিক্ষার্থী প্রতিনিধি।