শুভ সকাল। আজ ৭ ডিসেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের ১৬টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার। এর বাইরে এই গ্রুপ–সংশ্লিষ্ট বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। চালু থাকবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ শুধু লাভজনক কোম্পানিগুলো। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত পড়ুন...
বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা না দেওয়ায় সারা দেশে ৭৭৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও প্রভাবশালীরা রয়েছেন। বিস্তারিত পড়ুন...
‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে বিবৃতি দিয়েছেন দেশের ১৪৫ জন নাগরিক। বিবৃতিতে ভারতের জনগণের উদ্দেশে বলা হয়েছে, ‘সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।’ বিস্তারিত পড়ুন...
এ সপ্তাহের গরম খবর হলো, জাতীয় পতাকা নিয়ে হুজ্জত। জাতির পতাকা থাকে না। পতাকা থাকে রাষ্ট্রের। আমরা সেটাকে জাতীয় পতাকা বলি। কারণ, রাষ্ট্রকেই আমরা জাতি মানি। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা সামাজিক-রাজনৈতিক সংগঠনের যেমন একটা লোগো থাকে, তেমনি রাষ্ট্রের থাকে একটা পতাকা। এই পতাকা নিয়ে আমরা আবেগ তৈরি করি। কখনো ভালোবাসায় ভাসাই, কখনো ঘেন্নায় ডুবাই। সম্প্রতি আমরা বাংলাদেশে ও ভারতে পতাকা নিয়ে এ রকম ভালোবাসা ও ঘৃণার প্রকাশ দেখলাম।বিস্তারিত পড়ুন...
অল্প বয়সে ক্রিকেট ছেড়ে দিয়েছেন, আবার হাজার কোটি টাকার মালিক শুনলে মনে হতে পারে, তিনি বোধ হয় অপেশাদার ক্রিকেটার ছিলেন, ক্রিকেট খেলতেন শখে। আর বিপুল সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকার বা ব্যবসাসূত্রে। বিস্তারিত পড়ুন...