চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমে ময়লা ফেলার ঝুড়ি থেকে সাতটি স্বর্ণবার উদ্ধার করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণবার উদ্ধার করা হয়। এ সময় সহযোগিতা করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, এই সাতটি স্বর্ণবারের ওজন ৮১৬ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা। এসব স্বর্ণবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন এনএসআইয়ের কর্মকর্তারা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান প্রথম আলোকে জানান, বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী এক নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুম থেকে এই স্বর্ণবার জব্দ করা হয়েছে।
ওয়াশরুমের ময়লার ঝুড়িতে একটি সিগারেটের প্যাকেটের ভেতর এই সাতটি স্বর্ণবার লুকানো ছিল। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।