সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ এপ্রিল, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বেনজীরের সম্পদ অনুসন্ধানের অগ্রগতি দুই মাস পর জানাতে নির্দেশ

বেনজীর আহমেদ
ছবি: বেনজীর আহমেদের ফেসবুক থেকে নেওয়া

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে দুই মাস পর হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করতে দুদককে বলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

‘দয়া করে আমারে হাসপাতালে নিয়া যান ভাই’

দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুতে চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে কাপ্তাই রাস্তা অবরোধ করেন। এ সময় সড়কে গাছ ফেলে টায়ারে আগুন দেন তাঁরা। মঙ্গলবার দুপুর ১২টায়

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষার্থী। তাঁদের একজন তৌফিক হোসাইন। দুর্ঘটনার পর তাঁর জ্ঞান ছিল। আশপাশে থাকা পথচারীদের আকুতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমাকে হাসপাতালে নিয়ে যান ভাই। দয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।’ বিস্তারিত পড়ুন...

‘কল্পনাও করিনি আমার এ পোস্ট এত আলোচনার জন্ম দেবে’

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়ার এই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে

‘পাঁচ ভাই রেস্টুরেন্টে আমরা পাঁচ ভাই’, এটুকু লিখে পাঁচজনের ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। সিলেট শহরের জল্লারপাড় সড়কে পাঁচ ভাই রেস্তোরাঁয় ১৪ এপ্রিল দুপুরে খাওয়ার পর রেস্তোরাঁর নামফলক পেছনে রেখে তোলা ছবিটি স্মৃতি ধরে রাখার জন্যই পোস্ট করেছিলেন তিনি। কিন্তু এই ফেসবুক পোস্ট নিয়ে বিপাকেই পড়েছেন সহকারী অধ্যাপক জোবায়ের মিয়া।
বিস্তারিত পড়ুন...

হঠাৎ করেই টিআইএন নেওয়ার হিড়িক

হঠাৎ করেই কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া বেড়ে গেছে। গত আড়াই মাসে প্রায় ২১ লাখ টিআইএন নিয়েছেন করদাতারা। অর্থাৎ এ সময়ে প্রতিদিন গড়ে ২৮ হাজারের মতো টিআইএন নেওয়া হয়েছে। মূলত ৪৩ সেবায় টিআইএন গ্রহণ ও রিটার্ন জমার বাধ্যবাধকতার কারণে কয়েক মাস ধরেই টিআইএন নেওয়ার প্রবণতা বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বিস্তারিত পড়ুন ...

মুসলমানদের আক্রমণ: মোদির শাস্তির দাবিতে ইসিতে হাজারো নাগরিকের চিঠি, কোনো ব্যবস্থা নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের হাজার হাজার নাগরিক নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি লিখে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও মুসলমানদের নিয়ে নির্বাচনী জনসভায় যা বলেছেন, তা ভয়ংকর। ভারতীয় মুসলমানদের প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ করেছেন। কমিশন ব্যবস্থা না নিলে তা সংস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। বিস্তারিত পড়ুন...