মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান সাদা দলের

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বিজয় উল্লাসে আবেগতাড়িত না হয়ে মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সহনশীল ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অনুরোধ জানায় সাদা দল। বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালাম স্বাক্ষর করেন।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে সৃষ্ট প্রবল গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষক ও জনতার বিজয় সাধিত হওয়ায় আমরা আনন্দিত। তবে শেখ হাসিনাকে নিরাপদে দেশ থেকে পলায়ন করার সুযোগ দেওয়ায় আমরা গভীর ক্ষোভ প্রকাশ করছি। আমরা আশা করি, গণহত্যা ও গণতন্ত্র হরণের দায়ে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

শেখ হাসিনা সরকারের পতনের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদান ও অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সাদা দল বলেছে, ‘জনতার বিজয় সুনিশ্চিত করতে গিয়ে আত্মদানকারী সব বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একই সঙ্গে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

বিএনপিপন্থী শিক্ষকদের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জনতার এ মহান বিজয়কে স্থায়ী করার জন্য আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তাই বিজয়োল্লাসে আবেগতাড়িত না হয়ে মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সহনশীল ও দায়িত্বশীল আচরণের জন্য আমরা অনুরোধ করছি। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের সরকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামতের আগামী দিনের সংগ্রামে জনগণের সঙ্গে আমরা সাদা দল-সমর্থক শিক্ষকেরা সক্রিয় ভূমিকা পালন করব—এ প্রতিশ্রুতি রইল।’

এর আগে সরকারের পদত্যাগ চেয়ে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। পুলিশের বাধার মধ্যেই শিক্ষকেরা এই কর্মসূচি করেন। দুপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর শাহবাগ এলাকায় বিজয় মিছিলে যোগ দেন তাঁরা।