ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের ‘আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের’ দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে মানসম্মত জার্নালের ওপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের দক্ষতা বাড়াতে পড়তে হবে এবং গবেষণার মাধ্যমে নতুন কিছু করতে হবে যা সমাজের কাজে আসবে।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেন্টারটির পরিচালক মাহবুবুর রহমান বলেন, খুব শিগগির ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর পাবে এ জার্নাল। তাছাড়া স্কোপাস ইনডেক্সিংয়ের কাজ চলছে। যা জার্নালটিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রসিদ্ধ গবেষকদের কাছে পৌঁছে দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক একরামুল হক। ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক স্নিগ্ধা হোসাইনের সঞ্চালনায়, অধ্যাপক একরামুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আব্দুল বাসেদ মিয়াসহ অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাসহ জার্নালের সম্পাদক, লেখক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।