সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীমা অক্সিজেন লিমিটেডের প্ল্যান্টে বিস্ফোরণসংক্রান্ত খবরাখবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

বিস্ফোরণে আধা কিলোমিটার উড়ে গেল লোহার টুকরা, আঘাতে মৃত্যু এক ব্যক্তির

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে প্ল্যান্টের আশপাশের বেশ কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় জানালার কাচ। শনিবার সন্ধ্যা ছয়টায় সীতাকুণ্ডের কদমরসুল এলাকায়
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে শনিবার বিকেলে বিস্ফোরণে সীমা অক্সিজেন প্ল্যান্ট লন্ডভন্ড হয়ে গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে আশপাশের তিন কিলোমিটার দূর থেকেও। জানা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে এর ফলে দুর্ঘটনাস্থল থেকে উড়ে যাওয়া প্ল্যান্টের একটি লোহার টুকরার আঘাতে আধা কিলোমিটার দূরে এক ব্যক্তি নিহত হন। বিস্তারিত পড়ুন...

বিশ্ববিদ্যালয় তাঁদের আজীবনের জন্য বহিষ্কার করে দিক: ফুলপরী

ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের সত্যতা পাওয়ায় অভিযুক্ত পাঁচজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি হাতুড়ি নিয়ে লড়বে: রাশেদ খান মেনন

রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য সদস্য রাশেদ খান মেনন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি নিজস্ব দলীয় প্রতীক হাতুড়ি নিয়েই লড়বে। হাতুড়ি শ্রমজীবী মানুষের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক ও সাধারণ মানুষের প্রতীক। বিস্তারিত পড়ুন...

ব্রাজিলের কে এই ‘নতুন রোনালদো’

ব্রাজিল জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন ভিতর রকি

রেসিফে ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে। ১৯৯৪ সালের ২৩ মার্চ—চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেদিন ব্রাজিলের জার্সিতে অভিষেক ঘটেছিল রোনালদো নাজারিওর। ১৭ বছর ৬ মাস ২ দিন বয়সী রোনালদোর পর এই শতাব্দীতে ১৮ বছরের নিচে আর কেউ ব্রাজিলের হয়ে খেলতে পারেননি। বিস্তারিত পড়ুন...

৩৫ বছর পর স্বামীর সংসারে ফিরলেন ববিতা কাপুর

বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুরের সঙ্গে কারিশমা ও কারিনা কাপুর

দীর্ঘ ৩৫ বছর পর অভিনেতা রণধীর কাপুরের সংসারে ফিরে এসেছেন স্ত্রী ববিতা কাপুর। ১৭ বছর সংসার করার পর ১৯৮৭ সালে ছোট দুই মেয়েকে নিয়ে স্বামী রণধীর কাপুরের বাড়ি ছাড়েন ববিতা। বাড়ি ছাড়লেও কখনোই তাঁদের আইনগত বিচ্ছেদ হয়নি। বিস্তারিত পড়ুন...