রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ। আজ মঙ্গলবার বিকেলে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ। আজ মঙ্গলবার বিকেলে

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন শতাধিক মানুষ। তাঁরা বিভিন্ন ব্যানারে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।

মতিঝিল থেকে গুলিস্তান যেতে রাজউক ভবন পেরিয়ে বঙ্গভবনের সামনের সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়কের পাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীরা কয়েকটি ব্যানারে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে আলাদা আলাদাভাবে বিক্ষোভ করছেন। এর মধ্যে ইনকিলাব মঞ্চের ব্যানারে ছাত্ররা, রক্তিম জুলাই’২৪–এর ব্যানারে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা, ৩৬ জুলাই পরিষদ ব্যানারে একদল মানুষ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ব্যানারে একদল মানুষ, ফ্যাসিবাদবিরোধী ছাত্র–জনতার মঞ্চের ব্যানারে কিছু মানুষ বিক্ষোভ করছেন। সব মিলিয়ে শতাধিক মানুষ সেখানে বিক্ষোভ করছেন।

বিভিন্ন ব্যানারে বঙ্গভবনের সামনে সমবেত হয়ে রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শতাধিক ব্যক্তি। আজ মঙ্গলবার বিকেলে

তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘এক দফা এক দাবি, চুপ্পু তুই কবে যাবি’। তাঁদের ভাষ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন। এখন তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণজমায়েত কর্মসূচি চলছে। এর আগে দুপুরে রাষ্ট্রপতির অপসারণসহ চার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক) নামের একটি সংগঠনের নেতা–কর্মীরা।