রাজধানীর বঙ্গবাজারের পর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে কারা কলকাঠি নাড়ছে, তা খুঁজে বের করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
এবি পার্টির নেতারা বলেছেন, বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটের মতো যেসব মার্কেটে স্বল্প আয়ের লোকজন কেনাকাটা করেন; সেসব জায়গায় আগুন লাগা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এসব ঘটনায় রাজনৈতিকভাবে হয়রানি না করে সুষ্ঠু তদন্ত করতে হবে।
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কার্যালয়–সংলগ্ন বিজয় ৭১ চত্বরে গণজমায়েতে দলের নেতারা এসব কথা বলেন।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব মিনার বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন যখন দুর্বিষহ, ঠিক সে সময় দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ড ঘটছে। এর ফলে মানুষের ঈদের স্বপ্ন পুড়ে ছাই হচ্ছে।’
আব্দুল ওহাব মিনার আরও বলেন, ‘এ সরকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে।’
গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।