পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন আরও ১৪০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে আরও ১৪০ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির বিষয়টি আজ মঙ্গলবার জানা যায়। প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

‘সুপারনিউমারারি’ পদে (নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত পদ) পদোন্নতি পাওয়া এই ১৪০ কর্মকর্তা এখন জাতীয় বেতন স্কেলের গ্রেড-৪ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

গতকাল পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে আরও ১২ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। এ নিয়ে মোট ১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হলেন।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১৪০ পুলিশ কর্মকর্তার তালিকা দেখুন