প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে নতুন কাপড় বিতরণ করেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। আজ দুপুরে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে নতুন কাপড় বিতরণ করেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। আজ দুপুরে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে

নোয়াখালী

প্রথম আলো ট্রাস্টের কাপড় পেয়ে কষ্ট দূর হলো আয়শার

ঘরবাড়িতে বন্যার পানি ওঠায় ১৯ দিন আগে আশ্রয়কেন্দ্রে এসেছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী গ্রামের আয়েশা আক্তার (২৪)। স্বামী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। স্বামী দিনমজুর। যখন যে কাজ পান, তা করেন। বন্যার কারণে এখন বেকার। বাড়িঘরেও এখনো বন্যার পানি। তাই ছাড়তে পারছেন না আশ্রয়কেন্দ্র। নিজের এবং বাচ্চাদের পরনের কাপড়চোপড়ও খুব একটা নেই। তাই এখানে গোসল ছাড়াও থাকতে হয়েছে কোনো কোনো দিন। তবে আজ শনিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া কাপড়ে সেই কষ্ট খানিক দূর হবে বলে মনে করেন এই নারী।

গৃহবধূ আয়েশা আশ্রয় নিয়েছেন উপজেলার জিরতলী ইউনিয়ন উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে। এই কেন্দ্রসহ আশপাশের আরও তিনটি—জিরতলী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, জিরতলী কাছেমুল উলুম রহমানিয়া মাদ্রাসা এবং করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ৬৫০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ নতুন জামাকাপড় বিতরণ করা হয়। সব কটি আশ্রয়কেন্দ্রের আশপাশে এখনো বন্যার পানি। তাই আশ্রয় নেওয়া মানুষ এখনো তাঁদের বাড়িঘরে ফিরতে পারছেন না। এত দিন শুকনো খাবার, চাল-ডালসহ নানা ত্রাণসহায়তা পেলেও প্রথমবারের মতো পরনের কাপড় পেয়ে বাসিন্দাদের সবাই খুশি।

পরনের কিছু জামাকাপড় আর একটা গামছা নিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছেন জানিয়ে জিরতলী কাছেমুল উলুম রহমানিয়া মাদ্রাসায় বসবাসকারী ৬০ বছরের বৃদ্ধ আবুল হোসেন বলেন, ‘বাড়িঘরে পানি ওঠায় অনেকটা দিশাহারা হয়ে পড়েন। তড়িঘড়ি করে পরনের কিছু কাপড় নিয়ে আশ্রয় নেন এখানে। বাইরে যাওয়ার সময় হাতে গামছা নিয়ে বের হতেন, যাতে কাপড় ভিজে না যায়। এখন যে কাপড়গুলো পেয়েছেন, তা খুবই উপকারে আসবে। আপনাদের সহযোগিতা আমরা কোনো দিন ভুলব না।’

তিন বছরের রাব্বি বেশ কিছুক্ষণ ধরে কান্নাকাটি করছিল জিরতলী ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রে। কিছুতেই কান্না থামাতে পারছিলেন না বাবা মো. সোহাগ। পরে তিনি প্রথম আলো ট্রাস্ট থেকে পাওয়া একটি রঙিন জামা পরিয়ে দেন শিশু রাব্বিকে। খানিকের মধ্যে তার কান্না উধাও হয়ে যায়। হাসি ফুটে ওঠে বাবা সোহাগের চোখে-মুখে। পেশায় দিনমজুর সোহাগ বলেন, এই বন্যায় আয়রোজগার সব শেষ। ছেলের একটা ভালো জামাও নেই। আজ যে জামাটি পেয়েছেন, সেটি এই বিপদের সময়ে অনেক বড় পাওয়া। তিনি এ জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান।

নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের সহায়তায় বন্যার্ত মানুষের মাঝে আজ দ্বিতীয় দিনের মতো নতুন কাপড় বিতরণের কর্মসূচির বাস্তবায়ন করা হয়। এর আগে প্রথম দিনের কর্মসূচি হিসেবে গতকাল শুক্রবার জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৪০০ বন্যাদুর্গত মানুষের মাঝে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নতুন কাপড়চোপড় বিতরণ করা হয়।