টানা ১৫ দিন পানি ছাড়ার পর বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার নিচে চলে আসায় আজ সোমবার সকাল ১০টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয়।
কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় ১৫ দিন আগে জলকপাট খোলা হয়েছিল। এর আগে ভাটি অঞ্চলের জন্য জরুরি সতর্কবার্তাও দেওয়া হয়। এরই মধ্যে পানির স্তর কমে এসেছে। তাই আবারও জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ৩ সেপ্টেম্বর সর্বোচ্চ ৬০ ইঞ্চি পর্যন্ত ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এরপর জলকপাটগুলো আড়াই থেকে পাঁচ ফুট পর্যন্ত খোলা হয়।