তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে সামিটের টার্মিনালটি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এটি থেকে দুই মাসের বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এই টার্মিনাল চালু হতে আরও ১০ দিন লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৩০ জুলাই সামিটের টার্মিনালটি চালুর আশা করা হয়েছিল। তবে এটি চালু হতে আরও ১০ দিন লাগবে।
ঘূর্ণিঝড় রিমালের সময় ক্ষতিগ্রস্ত হয়ে গত ২৭ মে বন্ধ হয়ে যায় সামিটের টার্মিনাল। এটি সিঙ্গাপুরে মেরামত শেষে জুলাইয়ের শুরুতে চালুর কথা ছিল। তবে মেরামত শেষে দেশে ফেরার পর গ্যাস সরবরাহ চালুর আগেই আবার দুর্ঘটনায় পড়ে টার্মিনালটি। এটি মেরামতের কাজ চলছে।
দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। দিনে সর্বোচ্চ সরবরাহ করা হয় ৩০০ থেকে ৩১০ কোটি ঘনফুট পর্যন্ত। এর মধ্যে এলএনজি থেকে আসে ১১০ কোটি ঘনফুট। একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এখন দিনে এলএনজি থেকে সরবরাহ হচ্ছে ৬০ কোটি ঘনফুট। দিনে মোট গ্যাস সরবরাহ হচ্ছে ২৬০ কোটি ঘনফুট। এতে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে গ্যাসের সরবরাহ কমে গেছে।
৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ নির্মাণে চুক্তি
চট্টগ্রামের মিরসরাই এলাকায় ৫০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জার্মান কোম্পানি আইবি ভোগটের বিনিয়োগে গঠিত সোনাগাজী সোলার পাওয়ার কোম্পানি বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। আজ বিদ্যুৎ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব নিরোধ চন্দ্র মণ্ডল, পিডিবির পক্ষে সচিব মোহাম্মদ সেলিম রেজা, পিজিসিবির পক্ষে সচিব মো. জাহাঙ্গীর আজাদ ও সোনাগাজী সোলারের পক্ষে পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। ২০ বছর মেয়াদি এ বিদ্যুৎকেন্দ্র থেকে ১০ দশমিক ৯৪ মার্কিন সেন্ট দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে পিডিবি।
চুক্তি অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে। অকৃষিজ জমির সহজলভ্যতা সূর্যের বিকিরণ হার ও নবায়নযোগ্য বিদ্যুতের মূল্য বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অন্যতম প্রতিবন্ধক। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে কিছুটা সুফল পাওয়া যেতে পারে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান, আইবি ভোগটের পরিচালক গোচালু এলেক্সো প্রমুখ।