যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। তালিকায় ১২০১ থেকে ১৪০০তম অবস্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৪: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক এই র্যাঙ্কিংয়ে সেরা ৫০০-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয় না। এ কারণে ইউআইইউর অবস্থান সুনির্দিষ্টভাবে তালিকায় কত নম্বরে সেটা উল্লেখ করেনি কিউএস।
এবারের তালিকায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম অবস্থানে আছে ইউআইইউ।
র্যাঙ্কিংয়ে এবারও শীর্ষে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ ছাড়া তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে যুক্তরাজ্যের কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
কয়েকটি সূচকের ভিত্তিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করে কিউএস। সেগুলো হলো বিদ্যায়তনিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা–উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষার্থীর অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ও কর্মসংস্থান।