সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মোটরসাইকেল চালিয়ে উড়ালসড়ক থেকে নামছিলেন, হঠাৎ লোহার পাইপে লেগে মৃত্যু

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়ালসড়কের বেবি সুপার মার্কেট অংশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে নামছিলেন বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালসড়কের লোহার পাইপে গিয়ে ধাক্কা খান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মো. বাবুল নামের এক তরুণ। তাঁর বয়স ১৮ বছর। মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। অন্যজনের চিকিৎসা চলছে।

সাইফুল ইসলামের আত্মীয় মোহাম্মদ শাওন প্রথম আলোকে বলেন, সাইফুলদের বাড়ি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায়। বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়। তাঁর একটি ফুটফুটে ছেলেসন্তান আছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মোহাম্মদ শাওন প্রথম আলোকে জানান, আজ ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকায় যাচ্ছিলেন সাইফুল ইসলাম। উড়ালসড়ক থেকে নামার সময় লোহার পাইপে লেগে পড়ে যান। এরপর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত বাবুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।