মো. মতিউর রহমান শেখ ও মো. আনিসুজ্জামান
মো. মতিউর রহমান শেখ ও মো. আনিসুজ্জামান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর, সম্পাদক আনিসুজ্জামান

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। আজ শনিবার তাঁদের সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্র জানায়, আইজিপি বাহারুল আলম সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেন। পরে অ্যাডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে অ্যাডহক কমিটির বাকি সদস্যদের মনোনীত করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী, এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মতিউর রহমান শেখ প্রথম আলোকে বলেন, এজিএমের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটি পরবর্তী এজিএম পর্যন্ত দায়িত্ব পালন করবে। সাধারণত পুলিশ সপ্তাহের সময় অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটিতে সহসভাপতি হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. আলমগীর আলম ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া। অর্থ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, সহ–অর্থ সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আখিউল ইসলাম, আন্তঃসার্ভিস সমন্বয়ক বিষয়ক সম্পাদক ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান ও সহ–আন্তঃসার্ভিস সমন্বয়ক বিষয়ক সম্পাদক হয়েছেন পুলিশ টেলিকমের অতিরিক্ত পুলিশ সুপার মোছা. মাকসুদা আক্তার।

কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি, ট্রাফিক–গুলশান) মল্লিক আহসান উদ্দিন সামী, সহদপ্তর সম্পাদক পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএমপির ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএমপির সহকারী কমিশনার তারিক লতিফ, স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাবুদ, সহস্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক সালেহ্ মুহম্মদ জাকারিয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং গবেষণা উন্নয়ন সম্পাদক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান, সহতথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং গবেষণা উন্নয়ন সম্পাদক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছেন অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মোসলেহ উদ্দীন আহমদ, ডিআইজি আলী হোসেন ফকির, গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক ও রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মো. জিল্লুর রহমান ও পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ। আরও সদস্য হয়েছেন মো. আসফিকুজ্জামান আকতার, আহম্মদ মুঈদ, প্রত্যুষ কুমার মজুমদার, চৌধুরী মো. যাবের সাদেক, মীর্জা সায়েম মাহমুদ, মো. মাসুদ আলম, মো. রেজাউল করিম, নাজমুল হাসান ও আবুল বাশার মোল্লা।