ভোটের দিন ‘কারফিউ’ পালনের আহ্বান গণ অধিকার পরিষদের

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনে মানুষকে নিজ নিজ জায়গা থেকে ‘কারফিউ’ পালনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির নেতারা বলেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ না নিলে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।

আজ শনিবার হরতালের সমর্থনে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এক সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘ডামি নির্বাচনে ডামি ভোটার উপস্থিতি দেখানো হবে। আগামীকাল কেউ ভোটকেন্দ্রে যাবেন না। সবাই ঘরে অবস্থান করুন। নিজ নিজ জায়গা থেকে গণকারফিউ পালন করুন। এই সরকার আপনাদের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’

দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন অভিযোগ করে বলেন, ‘সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ট্রেনে ও বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাতে পরিকল্পিত এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম প্রমুখ।

আগামীকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে।