জাপান-বাংলাদেশ যৌথ বিনিয়োগে পরিচালিত একটি আবাসনপ্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেড, জাতীয় অবকাঠামো উন্নয়নে এবং বাংলাদেশের আবাসনশিল্পে উল্লেখযোগ্য অবদান রাখছে।
জেবিএস হোল্ডিংসের প্রতিটি স্থাপনা বিএনবিসি ও এসিআই কোড মেনে নির্মাণ করা হয়, যা ভূমিকম্পসহনীয় এবং মজবুত। বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে শতভাগ পাথর, উচ্চক্ষমতাসম্পন্ন রড, উন্নত নির্মাণ উপকরণ ব্যবহার করা হয়েছে। এই প্রকল্পের প্রতিটি লিফট কোরিয়ায় তৈরি এবং লিফটে অটো রেসকিউ ডিভাইস থাকায় ব্যবহার করা নিরাপদ।
প্রতিটি প্রকল্পের কাজের প্রতিটি স্তরে অভিজ্ঞ প্রকৌশলীদের তত্ত্বাবধানে গুণগত মান নিশ্চিত করা হয়। এ ছাড়া আধুনিক স্থাপত্যশৈলী জেবিএসের প্রতিটি প্রজেক্টের বৈশিষ্ট্য।
জেবিএস হোল্ডিংস আস্থা অর্জনের মাধ্যমে ক্রেতাদের সর্বোত্তম বিনিয়োগের সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রকল্পের জমি নিজস্ব এবং প্রতিটি জমিই নিষ্কণ্টক। গ্রাহকদের মালিকানা নিরাপদ ও রেজিস্ট্রেশন ঝামেলামুক্ত। প্রতিষ্ঠানটির সব প্রকল্পই নিজস্ব অর্থায়নে নির্মিত। তাই গ্রাহকদের বিনিয়োগ সব সময়ই হবে নিরাপদ।
এ পর্যন্ত সফলতার সঙ্গে ২৯টি প্রকল্প হস্তান্তর করেছে জেবিএস হোল্ডিংস। বর্তমানে ঢাকার বসুন্ধরা, উত্তরা, মিরপুর, আফতাবনগর, বনশ্রী, পূর্বাচল ও জলসিঁড়ি আবাসনে প্রতিষ্ঠানটির ৪০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণাধীন। অ্যাপার্টমেন্টগুলোর আয়তন ১ হাজার ১০০ থেকে ৪ হাজার ৫০০ বর্গফুট।
জেবিএস হোল্ডিংস লিমিটেড সামাজিক দায়বদ্ধতা থেকে ‘জেবিএস ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করছে। এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করে থাকে। অসহায় পথশিশুদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, জেবিএসের সহযোগী প্রতিষ্ঠান ‘জেবিএস আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র’ গ্রাহকদের চাহিদা অনুযায়ী ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করে থাকে। এ ছাড়া আরেকটি প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ অটো’, যা জাপানি গাড়ি আমদানি ও সরবরাহ করে।
আপসহীনভাবে গুণগত মান নিশ্চিতকরণই জেবিএস হোল্ডিংসের মূলমন্ত্র। নির্দিষ্ট সময়ে প্রকল্প হস্তান্তর ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৫৫৬৬০৬৮০ নম্বরে অথবা ভিজিট করুন www.jbsholdingsbd.com এবং ফেসবুক পেজ fb.com/jbsholdingsbd-তে।