স্থান: ৩২ নম্বর সড়ক, ধানমন্ডি, ঢাকা
সাঁতার শেখার ক্লাস: সপ্তাহে ৫ দিন
বন্ধ: শুক্র–শনিবার ও সরকারি ছুটির দিন
সময়সূচি: বেলা ১১টা থেকে দুপুর ১২টা, ১২টা থেকে বেলা ১টা, ২টা থেকে ৩টা, ৩টা থেকে বিকেল ৪টা, ৪টা থেকে ৫টা।
খরচ: ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা। মাসিক ফি ৪ হাজার টাকা।
যোগাযোগ: ০২-৫৫০০০৮৯৯
স্থান: মিরপুর-১০, ঢাকা
সাঁতার শেখার ক্লাস কয়টি: সপ্তাহে ৫ দিন। দিনে ১ ঘণ্টা সাঁতার কাটা যাবে। যাঁরা সাঁতার জানেন দৈনিক ২৫০ টাকায় এক ঘণ্টা সাঁতার কাটা যাবে। ৮ বছরের নিচে শিশুদের সাঁতার শেখানো হয় না। শিক্ষার্থীর বয়স ১০-এর নিচে হলে একজন অভিভাবক সুইমিংপুলে প্রবেশ করতে পারবেন।
বন্ধ: রবি ও সোমবার
সাঁতার শেখার সময়: ছেলেদের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে যেকোনো এক ঘণ্টা। আবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আর যাঁরা সাঁতার জানেন, তাঁদের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সাঁতরানোর ব্যবস্থা আছে।
মেয়েদের জন্য বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে যেকোনো এক ঘণ্টা।
খরচ: প্রথম মাসের ভর্তি ফি ৩ হাজার টাকা। ১২ মাস অতিক্রান্ত হলে নবায়ন করা যাবে না, পুনরায় ভর্তি হতে হবে।
যোগাযোগ: ০২-৫৮০৫১৪৭১, ০১৭৭৫০১৩৯৬৭
বাধ্যতামূলক: সাঁতারের পোশাক সঙ্গে নিয়ে আসতে হবে।
স্থান: পুরানা পল্টন, ঢাকা
সাঁতার শেখার ক্লাস: সপ্তাহের ৫ দিন সাঁতার শেখানো হয়। সাঁতার শেখার সর্বনিম্ন বয়স ৭ বছর।
সময়সূচি: সকাল ৭টা থেকে ৯টা, ১০টা থেকে দুপুর ১২টা। আবার বিকেলে ৪টা থেকে সন্ধ্যা ৬টা। এই সময়ের মধ্যে দিনে যেকোনো ১ ঘণ্টা সাঁতার শেখা যাবে।
বন্ধ: সোমবার বিকেলে বন্ধ, সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ও বুধবার।
খরচ: প্রথম মাসের ভর্তি ফি আড়াই হাজার টাকা। পরবর্তী প্রতি মাসের নবায়ন ফি ২ হাজার টাকা। যাঁরা সাঁতার জানেন, তাঁরা ২০০ টাকার বিনিময়ে দিনে এক ঘণ্টা সাঁতরাতে পারবেন।
যোগাযোগ: ০২-২২৩৩৮৭৭১৪, ০১৭৯৭০২১৭৪৯
মানতে হবে: সাঁতারের পোশাক সঙ্গে নিয়ে আসতে হবে। বিদ্যুৎ চমকালে, বজ্রপাতের সময় পানি থেকে উঠে আসতে হবে। পুলে থুতু ফেলা যাবে না।