গ্রাহকের কাছে দ্রুত সময়ে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের সঙ্গে ভারতের সুগামের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত শনিবার রাজধানীর উত্তরায় সুন্দরবন এক্সপ্রেসের সহযোগী প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের কার্যালয়ে এই এমওইউ সই হয়।
এই চুক্তির ফলে পরিবহন ব্যবস্থাপনা সেবার মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের গ্রাহকের কাছে দ্রুত সময়ে পণ্য পৌঁছানো সম্ভব হবে। এ ছাড়া পণ্য আমদানি ও রপ্তানিতে পরিবর্তন আসবে। উন্নত গ্রাহকসেবার ফলে চার দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন।
সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন গ্রুপ ও শান্ত-মারিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আহসানুল কবির, সুন্দরবন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ, বিদেশি ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান উইং কমান্ডার (অব.) এম মতিউর রহমান ও সুগামের ভাইস প্রেসিডেন্ট আর কে শর্মাসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
বিজ্ঞপ্তি