জুনে শেষ হওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অনুষ্ঠিত ‘ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
জুনে শেষ হওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অনুষ্ঠিত ‘ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

টফিতে লাইভ ম্যাচ দেখে দুবাই ট্রিপ জেতার সুযোগ

শুরু হয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ উপলক্ষে দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে বিশেষ  ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম 'টফি'।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশানে অবস্থিত টাইগার্স ডেন-এ ‘বিশ্বকাপ আনো’ শীর্ষক ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চলতি বছরের জুনে শেষ হওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অনুষ্ঠিত ‘ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সব মুহূর্ত টফিতে সরাসরি উপভোগ করার পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী ১০ জন পাবেন দুবাই ভ্রমণের টিকিট এবং সেখানে দুই দিনের থাকার সুবিধা।

এ জন্য গ্রাহকদের ৫০ টাকা বা তার বেশি মূল্যের টফি সাবস্ক্রিপশন নিতে হবে অথবা তাদের যেকোনো সক্রিয় বাংলালিংক ডেটা প্যাক থাকতে হবে। অন্যান্য গ্রাহকরাও বিকাশ বা কার্ডের মাধ্যমে টফি সাবস্ক্রিপশন নিয়ে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন। ১ দিনের সাবস্ক্রিপশন ২০ টাকা, ৭ দিনের ৫০ টাকা এবং পুরো টুর্নামেন্টের জন্য মাত্র ৭০ টাকায় বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা যাবে। এ ছাড়া সক্রিয় সব বাংলালিংক ডেটা প্যাক ব্যবহারকারীও ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাম্পেইনটি প্রসঙ্গে টফির বিপণন বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নারী ক্রিকেটাররা আগে বহুবার আমাদের গর্বিত করেছেন। আমাদের বিশ্বাস, তাঁরা এবারও ভালো পারফর্ম করবেন। ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে আমাদের সবার চোখ থাকবে পর্দায় এবং নারী ক্রিকেট দলের প্রতি থাকবে আমাদের অকুণ্ঠ সমর্থন। টফিতে ম্যাচের বড় বড় ম্যাচ উপভোগ করার পাশাপাশি গ্রাহকেরা আমাদের ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কারও জিতে নিতে পারবেন।’