অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশনস ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক (অ্যাডফিয়াপ)-এর নতুন চেয়ারম্যান হয়েছেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমিনুল ইসলাম। ১৬ মে কাজাখস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত অ্যাডফিয়াপর ৯৪তম পরিচালনা পরিষদের সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী বছরের বার্ষিক সভা পর্যন্ত মমিনুল ইসলাম এ দায়িত্বে থাকবেন।
সৌদ এ মিনাম, চিফ এক্সিকিউটিভ অফিসার, ফিজি ডেভেলপমেন্ট ব্যাংক; থাচ কাও, সিইও, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক অব কম্বোডিয়া এবং এরিয়া পুতেরা ইসমাইল, গ্রুপ প্রেসিডেন্ট ও সিইও, এসএমই ব্যাংক মালয়েশিয়া বেরহাদ ভাইস প্রেসিডেন্ট ১, ২ ও ৩ নির্বাচিত হয়েছেন।
১৯৭৬ সালের ১ অক্টোবর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অধীনে অ্যাডফিয়াপর যাত্রা শুরু হয়। বিশ্বে ৪০টি দেশে ৯০টি সদস্য প্রতিষ্ঠান আছে অ্যাডফিয়াপর। আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আঞ্চলিক সংঘগুলো থেকে গঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশনস (ডব্লিউএফডিএফআই)-এরও একটি প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডফিয়াপ। ৪০টি দেশের ২৫০ প্রতিনিধির অংশগ্রহণে এ বছর অ্যাডফিয়াপর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে ১৫ ও ১৬ মে কাজাখস্তানের আলমাটি শহরে। কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ইয়েরুলান কে. জামাউবায়েভ ১৫ মে এবারের বার্ষিক সভার উদ্বোধন করেন। অ্যাডফিয়াপর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। বিজ্ঞপ্তি