ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি
ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি

স্মার্ট বাংলাদেশের মাস্টারপ্ল্যানে সহযোগিতা করবে জাপান: জু্নাইদ আহ্‌মেদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান। আগামী দুই মাসের মধ‌্যে বা তারও আগে এই মাস্টারপ্ল্যান চূড়ান্তভাবে উদ্বোধন করা সম্ভব।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে জুনাইদ আহ্‌মেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইসিটি খাতেও জাপানের উল্লেখযোগ‌্য বিনিয়োগ ও সহযোগিতা রয়েছে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ‌্যে সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তি ও জ্ঞানের আদান–প্রদানের মাধ‌্যমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাপান যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সৌজন্য সাক্ষাতে টেলিকম ও আইসিটি খাতে জাপানি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। জাপানে রপ্তানি বাড়ানো, টেলিটক এবং টেলিফোন শিল্প সংস্থায় (টেশিস) বিনিয়োগের সুযোগ রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। পাশাপাশি দেশের ডাকঘরের উন্নয়নেও জাপানের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আইসিটি ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ সরকারের চাহিদা পূরণে তাঁরা কাজ করে যাবেন।

এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুউচি টমোহিদি এবং জেট্রোর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইয়ামাদা কাজুনুরি উপস্থিত ছিলেন।