আগামী দিনের ভৌত কাঠামো উন্নত, নান্দনিক এবং মজবুত ও দৃঢ় হতে হবে। এ জন্য ভৌত স্থাপনার প্রকৌশলচর্চা বিষয়ে সচেতনতা, প্রকৌশল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের আন্তর্জাতিক মান অনুযায়ী গড়ে ওঠার জন্য অনুপ্রেরণা দেওয়া প্রয়োজন। এ উদ্দেশ্যে সামনে রেখে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘জিপিএইচ ইস্পাত–প্রথম আলো ইন–জিনিয়াস’ প্রতিযোগিতা।
আজ মঙ্গলবার রাজধানীর ফার্মেগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনের একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ইউএপির পুরকৌশল বিভাগ কার্যক্রমটির সমন্বয় করছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে, ‘আজকের কাঠামো-নকশায় দৃঢ় হোক আগামীর পৃথিবী’।
দেশবরেণ্য প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরী এই প্রতিযোগিতার অন্যতম পরামর্শক ছিলেন। তিনি ২০২০ সালের এপ্রিল মাসে মারা যান। তিনি এই প্রতিযোগিতার প্রথম আয়োজনের একাধিক পর্বে অংশগ্রহণ করেছিলেন। আজকের অনুষ্ঠানের শুরুতে এই জাতীয় অধ্যাপককে স্মরণ করা হয় এবং তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত–প্রথম আলো ইন–জিনিয়াস প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ইন-জিনিয়াস প্রতিযোগিতার প্রধান বিচারক খান মাহমুদ আমানত।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক তরুণদের উদ্দেশে বলেন, কাজের সময় যোগাযোগ যেন সহজ হয়। নকশাও সহজ হতে হবে।
শিক্ষার্থীদের অনেক ভাগ্যবান উল্লেখ করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, এখন পড়ার ধরন বদলেছে, নানান বৈচিত্র্য এসেছে। দেশের শিল্প খাত কী চাচ্ছে, সে অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের পরিচালক মো. আবদুল আহাদ বলেন, দেশকে কিছু দেওয়ার জন্য জিপিএইচ ইস্পাত প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের আয়োজনে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, তরুণদের ও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে থেকে তাদের উৎসাহ দেওয়ার জন্য প্রথম আলো কিছু করার চেষ্টা করে। দেশের সফলতা, মানুষের বিজয়ই প্রথম আলোর চাওয়া। আর এই জয়, সফলতা আনবে তরুণেরা।
স্বাগত বক্তব্যে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান বলেন, স্থাপনা তৈরিতে বিল্ডিং কোড, নীতিমালা যেন মেনে চলা হয়, সে উদ্দেশ্য এই আয়োজন।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নেহরীন মাজেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের (www.prothomalo.com/engenius) ওয়েবসাইটে লগইন করতে হবে। এখানেই আয়োজনের বিস্তারিত নিয়ম জানা যাবে। প্রতিযোগিতার নিবন্ধন চলবে ২০ মার্চ পর্যন্ত।