২৩ বছর আগে স্ত্রী খুনের মামলায় স্বামীর যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২৩ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রীকে হত্যার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। স্বামীর নাম তোফায়েল আহমেদ। আজ সোমবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ১৩ জুন ফটিকছড়ির দৌলতপুর এলাকায় পারিবারিক কলহের জেরে নুরনাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ নিহত নারীর স্বামী তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী জানান, ২০১৬ সালের মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে আসে। ওই সময় থেকে পলাতক রয়েছেন আসামি তোফায়েল আহমেদ। আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।