সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ মার্চ, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও মতামত।

রোজায় খোলা থাকছে স্কুল

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন। এর ফলে রমজানে বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে। বিস্তারিত পড়ুন...

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

‘গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। জাহাজের ২৩ নাবিক সুস্থ আছেন বলে কেএসআরএম গ্রুপ জানিয়েছে

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটির নাম এমভি আবদুল্লাহ। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ। মঙ্গলবার বেলা একটায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপটি। বিস্তারিত পড়ুন...

বাইক না দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, পাওয়ার তিন দিনের মাথায় দুর্ঘটনায় মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রাজন শেখ ও সোহাগ প্রামাণিক (ডানে)

দশম শ্রেণিতে পড়া রাজন মা-বাবার একমাত্র সন্তান। মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু বয়স কম হওয়ায় মা-বাবা পাত্তা দেননি। একপর্যায়ে ঘুমের বড়ি ও গলায় দড়ি দিয়ে দুবার আত্মহত্যার চেষ্টা চালায় রাজন। বাধ্য হয়ে তিন দিন আগে মোটরসাইকেল কিনে দেন মা-বাবা। সেই মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধুসহ রাজন নিহত হয়েছে। বিস্তারিত পড়ুন...

যশোরে নিহত ৩২ মামলার আসামি রমজানের উত্থান যেভাবে

নিহত রমজান শেখ

যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন রমজান শেখ (৩৪)। গত শুক্রবার রাতে ছুরি মেরে তাঁকে যখন হত্যা করা হয়, তখন পুলিশের হিসাবে তাঁর বিরুদ্ধে থানায় ৩২টি মামলা ছিল। ২০১১ সালে প্রথমবার তিনি চাঁদাবাজি ও মারধরের মামলার আসামি হন। এরপর ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় থেকে তাঁর অপরাধকাজের পরিধি বাড়তে থাকে। ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র বহন, হত্যাসহ নানা অভিযোগে আরও ৩১টি মামলা হয় গত ১৩ বছরে। বিস্তারিত পড়ুন...

তরমুজের কেজি ৮০ টাকা কোন যুক্তিতে

তরমুজের এক দাম। কোনো নড়চড় নেই। কেজি হিসাবে নিলে ৮০ টাকা।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্যাঁকে তরমুজ কেনার মতো পুঁজি নেই। যাঁরা একটু বড় ব্যবসায়ী, তাঁরাই দোকানে তরমুজ তুলতে পারছেন। তরমুজের এক দাম। কোনো নড়চড় নেই। কেজি হিসাবে নিলে ৮০ টাকা। অবশ্য পিস হিসাবেও যে বিক্রি হচ্ছে না তা একেবারে বলা যাবে না, কেউ কেউ বিক্রি করছেন। বিস্তারিত পড়ুন...