ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে চলছে ‘সিনেমা প্যালেস্টাইন’ প্রদর্শনী

ফিলিস্তিনের সংকটে পাশে থাকতে ‘সিনেমা প্যালেস্টাইন’ নামে শুরু হয়েছে ধারাবাহিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান। রাজধানীর টিএসসি থেকে শুরু করে বেঙ্গল ইনস্টিটিউট, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় প্রদর্শিত হচ্ছে ফিলিস্তিনের নির্মাতাদের তৈরি বিভিন্ন চলচ্চিত্র। ‘ওয়াজিব’, ‘ওয়ান মোর জাম্প’, ‘টু মাই ফাদার’ অথবা ১৯৭৩ সালে নির্মিত ‘সিনস অব দ্য অকুপেশন ফ্রম গাজা’–এর মতো সব চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে সিনেমা প্যালেস্টাইন প্রদর্শনীতে।

লেখক, গবেষক পারসা সানজানা, ওলিউর সান ও আলোকচিত্রী আজমাইন ইশমামের উদ্যোগে ১ ডিসেম্বর শুরু হয়েছে এ আয়োজন। আয়োজকেরা জানিয়েছেন, ফিলিস্তিনের সংকটময় জরুরি অবস্থায় কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতেই এ আয়োজন।

আয়োজকেরা জানিয়েছেন, ফিলিস্তিনের সংকটময় জরুরি অবস্থায় কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতেই এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে

আয়োজকদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই সংকটময় জরুরি অবস্থায় গণহত্যা ও জাতিগত নির্মূলের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করতে জোটবদ্ধ হয়েছে। টিচ-ইন (শিক্ষামূলক আয়োজন) থেকে শুরু করে আলোচনা, প্রতিবাদসহ বিভিন্নভাবে ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা হচ্ছে। সিনেমা প্যালেস্টাইন বাংলাদেশও সেই প্রচেষ্টায় অংশ নিচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শিল্প নিয়ে সব ভাবপ্রবণতা প্রত্যাখ্যান করে আমরা মনে করি, এই ধ্বংস ও গণহত্যার সময়ে অন্য যেকোনো সময়ের চেয়ে আরও বহু প্রকারে সংগ্রামের প্রকাশ হতে পারে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের অদম্য সাহসের সঙ্গে আছি ও ফিলিস্তিনের ধ্বংসস্তূপ থেকে সুখ, দুঃখ ও জীবনের নানা অভিজ্ঞতা খুঁজে নেওয়ার সঙ্গে সংযুক্ত হতে চাই।’

‘সিনেমা প্যালেস্টাইন’–এ বিনা মূল্যে চলচ্চিত্র দেখার পাশাপাশি দর্শকেরা কথা বলতে পারবেন নির্মাতাদের সঙ্গে। এতে প্রদর্শিত হচ্ছে সিনেমা, শর্টফিল্ম ও তথ্যচিত্র। ৫ ডিসেম্বর সন্ধ্যায় বেঙ্গল ইনস্টিটিউটে আয়োজিত হবে ফিলিস্তিনের চলচ্চিত্র নিয়ে আলোচনা সভা।

আয়োজকদের একজন পারসা সানজানা প্রথম আলোকে বলেন, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্র্যান্ডিং করে নয়, স্বাধীনভাবে তাঁরা কাজটি করার উদ্যোগ নিয়েছেন। আগামী ৯ ডিসেম্বর রাজধানীর লালমাটিয়ার শূন্য আর্ট ক্যাফেতে ফিলিস্তিনি চলচ্চিত্র ‘শুজাইয়া’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে সিনেমা প্যালেস্টাইন প্রদর্শনী।