চট্টগ্রামের চন্দনাইশের বরকলের চানখালী খালের পুরোনো বেইলি সেতুর ওপর দিয়ে মিনিট্রাক পার হতে গিয়ে ট্রাকসহ সেতুটি খালে পড়ে যায়। আজ শনিবার বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালক মো. শাকিব (২৭) আহত হয়েছেন। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলার চরবরমা এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১টার সময় আনোয়ারা প্রান্ত থেকে চন্দনাইশ প্রান্তে পার হতে গিয়ে ট্রাকসহ বেইলি সেতুটি খালে পড়ে যায়। ওই সময় উপস্থিত লোকজন চালক শাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বেলা দুইটা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা যায়নি।
সূত্র আরও জানায়, ১৯৯৪ সালে এক কোটি টাকা ব্যয়ে এই বেইলি সেতু নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। ২০২২ সালে ওই সেতুর পাশে নির্মাণ হয় ২৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পিসি গার্ডার বিশিষ্ট সেতু। নতুন সেতু চালু হলেও অনেকেই পুরোনো বেইলি সেতু দিয়ে পারাপার করতেন।
দুর্ঘটনাকবলিত ট্রাকের মালিক শাহাব উদ্দিন বলেন, চালক সামান্য আহত হয়েছেন। তাঁকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ২০২২ সালে নতুন সেতু চালু হলেও পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে মিনিট্রাক পার হতে গিয়ে মিনি ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়।