বাংলাদেশের বাজারে ৪০ বছর ধরে আস্থা ও নির্ভরতার সঙ্গে অফিশিয়াল পণ্য ও সেবা নিশ্চিত করে এসেছে র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড। যার মাধ্যমে হয়ে উঠেছে সেরা পণ্যের মান ও গ্রাহকসেবায় এক বিশ্বস্ত নাম।
১৯৮৪ সাল থেকে বাংলাদেশের বাজারে সব ধরনের ইলেকট্রনিকস পণ্য বাজারজাত শুরু করে র্যাংগস ইলেকট্রনিকস। গ্রাহক চাহিদা যেমন থাকে প্রাধান্য, তেমনি পণ্যে নতুনত্ব আনতে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে নতুন সব নান্দনিক ডিজাইনের রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ।
টিভি, এসি, ওয়াশিং মেশিনের পাশাপাশি সুনামের সঙ্গে বাংলাদেশের বাজারে আমেরিকান বিশ্বখ্যাত ব্র্যান্ড কেলভিনেটর, কোরিয়ান ব্র্যান্ড এলজি এবং নিজস্ব র্যাংগস ব্র্যান্ডের ফ্রিজ ও ডিপ ফ্রিজের মাধ্যমে ক্রেতাদের নিশ্চিত করছে বাজেটের মধ্যে সেরা ফ্রিজ কেনার নিশ্চয়তা।
সেরা মানের অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে র্যাংগসের রয়েছে দেশব্যাপী নিজস্ব ১০০টি শোরুম, ৫৫০টির বেশি ডিলার শোরুম ও ৭৫টির বেশি নিজস্ব সার্ভিস সেন্টার।
পছন্দ আর প্রয়োজনটা সবারই আলাদা। সবকিছু বিবেচনা করে এই কোরবানির ঈদ উপলক্ষে ছোট থেকে শুরু করে বড় পরিবারের সব মানুষের চাহিদা পূরণে র্যাংগস ইলেকট্রনিকস নিয়ে এল অত্যাধুনিক সব ফিচারসংবলিত ফ্রিজের কালেকশন।
রান্নাঘর নাকি ডাইনিং রুম, ফ্রিজ কোথায় রাখবেন—এ নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তাই ঘরের আয়তন বুঝে ফ্রিজ কেনাই বুদ্ধিমানের কাজ। বেশি সদস্যের পরিবারে অনেকেই দুটি ফ্রিজ কিনে থাকেন। তবে দুটি ফ্রিজ না কিনে ভালো হয় শুরুতেই যদি ডাবল চেম্বারের একটি ফ্রিজ কিনে নেওয়া যায়। তাতে যেমন ঘরের জায়গা বাঁচে, তেমনি ফ্রিজের প্রয়োজন মেটে।
ফ্রিজের আকার বড় হলে সহজেই অনেক কিছু নিশ্চিন্তে সংরক্ষণ করে রাখা যায়। অফিস ও নানা ব্যস্ততায় প্রতিদিন বাজারে যাওয়ার ঝামেলা এড়াতে অনেকেই একসঙ্গে পুরো সপ্তাহ বা সারা মাসের বাজার সেরে ফেলেন। এত বাজারসদাই সঠিক উপায়ে সংরক্ষণ করার জন্য চাই অধিক ধারণক্ষমতার ফ্রিজ।
১৪২ থেকে ৬৪৩ লিটার পর্যন্ত রেফ্রিজারেটর এবং ১৬৮ থেকে শুরু করে ৩৩৫ লিটার পর্যন্ত বিভিন্ন সাইজ ও দামের ডিপ ফ্রিজ রয়েছে র্যাংগস ইলেকট্রনিকসে। পণ্যের ডিজাইন, ফিচার ও ব্র্যান্ডের ভিন্নতায় দাম শুরু হয়েছে ২৮ হাজার ৫০০ টাকা থেকে। দাম কিংবা ডিজাইন ও প্রযুক্তির ভিন্নতা থাকলেও গুণগত মানসম্পন্ন ফ্রিজ ও ডিপ ফ্রিজ যেন ক্রেতারা কিনতে পারেন, এটাই র্যাংগস ইলেকট্রনিকসের মূল প্রচেষ্টা।
র্যাংগস ইলেকট্রনিকসের ফ্রিজ ও ডিপ ফ্রিজে রয়েছে কমপ্রেসর, পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। যাতে পণ্যের মানের ওপর ক্রেতারা সব সময়ের মতোই আস্থা ও নির্ভরতা রাখতে পারেন। রয়েছে ৩২টি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৩৬ মাসের ইএমআই সুবিধায় পণ্য কেনার সুযোগ। এ ছাড়া রয়েছে ‘গ্রেট এক্সচেঞ্জ অফারে’ যেকোনো ব্র্যান্ডের পুরোনো ফ্রিজ বা ডিপ ফ্রিজ বদলে নতুন ফ্রিজ বা ডিপ ফ্রিজ কেনার সুবিধাসহ।
কোরবানির ঈদ উপলক্ষে র্যাংগস ইলেকট্রনিকসে চলছে ‘ঈদ উৎসব কোরবানির অফার’। স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করলেই দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ডের এয়ার টিকেটসহ নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট অথবা লাখ লাখ টাকার পুরস্কার। আর ‘জিপি স্টার’ বা বাংলালিংক অরেঞ্জ ক্লাবের গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়।
চার দশক ধরে যে আস্থা নিয়ে ক্রেতারা সঙ্গে রয়েছেন, সেই আস্থা ও নির্ভরতার প্রতি সম্মান রেখে ভবিষ্যতেও অফিশিয়াল পণ্য ও সেরা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর র্যাংগস ইলেকট্রনিকস।