ডেঙ্গু
ডেঙ্গু

ডেঙ্গুতে ৩ নারীসহ ৪ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন নারীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে ৫৪৫ জনের।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারটি মৃত্যুর ঘটনাই ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়ে ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ১৮৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে, ১৭৩ জনের।