সেরা মানের বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনে ৩৮ বছর ধরে গ্রাহক আস্থার শীর্ষে রয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ (এনপলি)। এনপলি পাইপ-ফিটিংস, পিভিসি ও ডব্লিউ পিভিসি ডোর এবং ট্যাংক দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও সমাদৃত।
বিশেষ করে ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে এনপলি। ব্র্যান্ডটির প্রতিটি পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক মান (বিএসটিআই, আইএসও, বিএস, এএসটিএমডি) রক্ষা করে উৎপাদন করা হয়। মানোত্তীর্ণ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ধারাবাহিকতায় এনপলি অর্জন করেছে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’। ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এখন পর্যন্ত মৌল ভিত্তির কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত।
পাঁচ হাজারের বেশি দক্ষ কর্মী নিয়ে গ্রাহকের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে এনপলি। যাত্রা শুরুর দিকে বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হলেও এখন প্রতিষ্ঠানটি সম্পূর্ণই দেশি প্রকৌশলী ও কর্মীনির্ভর। ঢাকাসহ সারা দেশে এনপলির পরিবেশক রয়েছেন প্রায় চার হাজার। জেলা শহরের পাশাপাশি উপজেলা ও গ্রামেও এনপলির পণ্য পাওয়া যায়। পরিবেশকদের সুবিধার্থে এনপলির বিক্রয় কর্মকর্তারা ডিজিটাল অ্যাপের মাধ্যমে তাঁদের সঙ্গে লেনদেন করেন। ফলে নিজেদের এলাকায় বসেই পণ্য অর্ডার ও গ্রহণ করতে পারেন পরিবেশকেরা।
প্রতিষ্ঠার শুরু থেকেই টঙ্গীতে অবস্থিত কারখানায় উৎপাদনব্যবস্থা চালু আছে। ক্রমবর্ধমান চাহিদার ফলে ২০২২ সালে ময়মনসিংহের ভালুকায় দ্বিতীয় ইউনিট চালু করে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনক্ষমতা বছরে ৬৫ হাজার মেট্রিক টন। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রসহ বাংলাদেশের বৃহৎ অবকাঠামোতে এনপলির পণ্য ব্যবহার করা হয়েছে।
ভবিষ্যতের চ্যালেঞ্জিং অর্থনীতিতে বিদ্যুৎ ও জ্বালানিসংকটের আশঙ্কা বিবেচনায় ভালুকা কারখানা অঞ্চলে জীবাশ্ম জ্বালানির বিকল্প সোলার প্যানেল ও অন্যান্য উৎস ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া শতভাগ রপ্তানিনির্ভর সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডও এনপলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম ও একমাত্র পরিবেশবান্ধব জুতা তৈরির কারখানা হিসেবেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। এখান থেকে উৎপাদিত নন-লেদার জুতা রপ্তানি হচ্ছে আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশের সেরা ব্র্যান্ডের কোম্পানিতে। রপ্তানিতে বিশেষ সাফল্যের জন্য ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১’ অর্জন করে প্রতিষ্ঠানটি।
এনপলি বাংলাদেশের প্রথম সিপিভিসি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। গ্রাহকের রুচি ও চাহিদার বিষয়টি মাথায় রেখে সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ‘এনপলি ডিজাইনার সিরিজ’ নামে নতুন দরজা। উন্নয়ন ও সঠিক অবকাঠামোকে মাথায় রেখে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াসে যে যাত্রা শুরু করেছিল, সেই লক্ষ্য অটুট রেখে প্রতিটি গ্রাহকের আস্থা ও নির্ভরতায় এগিয়ে চলেছে এনপলি।