মালয়েশিয়ার একটি প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। খাতটিতে বাংলাদেশি কর্মীদের প্রবেশের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
পাশাপাশি কিছু বিষয়ে কর্মীদের সজাগ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিষয়গুলো হলো:
• চাকরির শর্ত, বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রিক্রুটিং এজেন্টের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে হবে।
• ২০২৫ সালের ১৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রাপ্তি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র গ্রহণ, প্রাক্-বহির্গমন ওরিয়েন্টেশন ও বিমানের টিকিট নিশ্চিত করতে হবে।
• সরকার নির্ধারিত অভিবাসন ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত কোনো অর্থ রিক্রুটিং এজেন্ট বা অন্য কাউকে দিতে হবে না।
• অনুমোদিত রিক্রুট এজেন্ট ব্যতীত কারও সঙ্গে কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই।
• সব লেনদেন উপযুক্ত লিখিত রসিদ/দলিল/ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পাদন করতে হবে।
• কর্মের অনুমতিপ্রাপ্ত রিক্রুটিং এজেন্ট ও সংস্থা সম্বন্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা কল সেন্টার ১৬১৩৫ থেকে যাচাই করে নিতে হবে।
উল্লেখ্য, মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোনো নির্দেশনা জারি করলে যথাযথভাবে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।