শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আজ বুধবার আবেদনটি ৫৬ নম্বর ক্রমিকে ছিল।
অপর তিন আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
ড. মুহাম্মদ ইউনূসসহ আবেদনকারীদের আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন প্রথম আলোকে বলেন, ‘আবেদনটি বুধবার কার্যতালিকায় ছিল। প্রস্তুতির জন্য এক দিন সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন। বৃহস্পতিবার অবকাশ শুরু হচ্ছে, যা চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। এরপর আবেদনের ওপর শুনানি হবে আশা করছি।’
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের এক শ্রম পরিদর্শক। ৬ জুন এই মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। অভিযোগ গঠনের আদেশের বৈধতা নিয়ে ও মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত চেয়ে চলতি সপ্তাহে হাইকোর্টে আবেদনটি করেন ড. ইউনূসসহ চারজন।