দেশে ডেঙ্গুতে আজ রোববার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা এ বছর এখন পর্যন্ত এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে দুজনের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ২৭৭ রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকা বিভাগে ২৫৫, চট্টগ্রাম বিভাগে ২১৪, খুলনা বিভাগে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪, চট্টগ্রাম বিভাগে ১৪৩, বরিশাল বিভাগে ১১৮, রাজশাহী বিভাগে ৫৭, রংপুর বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৩১ ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছরের জুলাই থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। পরের মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫২১। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭।
এ বছর এখন পর্যন্ত ৬৪ হাজার ৪৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। সেখানকার হাসপাতালে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এই বয়সী ৯ হাজার ৯৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৫ থেকে ৩০ বছর বয়সীদের। এই বয়সী ৩১ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।