বিএনপিকে গোলাপবাগে সমাবেশের পরামর্শ দেওয়ার পর পুলিশ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের জন্য দুই বিকল্প জায়গার কথা বলেছে। জায়গা দুটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠ অথবা মহানগর নাট্যমঞ্চ।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সন্ধ্যা ছয়টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। এদিকে যুবলীগ সূত্র জানিয়েছে, বিএনপিকে গোলাপবাগে সমাবেশের অনুমতি দেওয়া হলে তারা (যুবলীগ) অন্য কোথাও সমাবেশ করতে রাজি। এ ক্ষেত্রে তাদের পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ হওয়ার কথা আগামীকাল বৃহস্পতিবার। বিএনপি সমাবেশ করতে চেয়েছে নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে।
বিএনপি গত সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই (আগামীকাল) ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়। তারা সমাবেশ থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মানার জন্য বর্তমান সরকারকে একটা সময়সীমা বেঁধে দিতে পারে বলে সূত্র জানিয়েছে।
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশের দিন ছিল ২৪ জুলাই। বিএনপির কর্মসূচি ঘোষণার পর তারুণ্যের জয়যাত্রা সমাবেশের দিনও পিছিয়ে দেওয়া হয়। এখন দুই পক্ষ একই দিন ঢাকায় সমাবেশ করবে।
সমাবেশে বিএনপি বিপুল লোকসমাগমের পরিকল্পনা নিয়েছে। তারুণ্যের জয়যাত্রা সমাবেশেও বিপুল মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।