অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। তাঁরা হাইকোর্টের মাজার গেট দিয়ে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ফিরে যান আইনজীবীরা। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, বেলা একটার দিকে সমিতি ভবনের সামনে জড়ো হন বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীরা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনসহ নেতা–কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে দাঁড়ান তারা। কয়েকজন আইনজীবী এ সময় বক্তব্য দেন। এরপর অবরোধের সমর্থনে মিছিল নিয়ে মাজার গেটের দিকে এগোতে থাকেন আইনজীবীরা। তাঁরা মাজার গেটের বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় আইনজীবী ও পুলিশের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ফিরে যান আইনজীবীরা।
এ সময় অন্যদের মধ্যে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সহ–আহ্বায়ক সুব্রত চৌধুরী, ফ্রন্টের প্রধান সমন্বয়ক ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, ইউএলএফের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম, সৈয়দ মামুন মাহবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।