বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাঠাগারগুলোতে বইয়ের অভাব একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এ সমস্যার সমাধানে প্রান্তিক পাঠাগারের জন্য বইদানের এক মহতী উদ্যোগ হাতে নিয়েছে ‘রকমারি ডটকম’।
এ কর্মসূচির মাধ্যমে সারা দেশের ৫ শতাধিক পাঠাগারে ২০ হাজারের বেশি বই পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্প গ্রাম, চর, পাহাড়ি এলাকা, স্কুল ও মাদ্রাসার পাঠাগারগুলোতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘গত ১২ বছরে আমরা ৫ কোটির বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।’
বই দান করা যাবে এই ঠিকানায়: রকমারি বুক ডোনেশন। ২/১/ই ইডেন সেন্টার, আরামবাগ, মতিঝিল, ঢাকা।
বই পাঠানোর নির্দেশিকা ও বিস্তারিত জানতে ভিজিট করুন: